নতুন যুগে সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারি সম্পর্ক জোরদারে চীন-রাশিয়ার যৌথ ঘোষণা
2023-03-22 19:59:29

মার্চ ২২: বুধবার সন্ধ্যায় চীন ও রাশিয়া ‘নতুন যুগের সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারি সম্পর্ক জোরদার যৌথ ঘোষণা’স্বাক্ষর করেছে। এদিন  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা স্বাক্ষর করেন। 


ঘোষণায় বলা হয়, দুপক্ষের অব্যাহত চেষ্টায় দু’দেশের এ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং অব্যাহতভাবে উন্নত হচ্ছে। চীন-রুশ সম্পর্ক স্নায়ুযুদ্ধ সময়ের সামরিক ও রাজনৈতিক জোটের মত নয়। দু’পক্ষের সম্পর্ক জোট-নিরপেক্ষ, সংঘাত-মুক্ত এবং কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় । দু’দেশের সম্পর্ক পরিপক্ব, স্থিতিশীল, স্বাধীন ও সুদৃঢ়, এতে প্রাণশক্তি রয়েছে। দু’দেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধুত্বের দৃঢ় ভিত্তি তৈরি করেছে। দু’দেশের সার্বিক সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত আছে। রাশিয়ার সমৃদ্ধ ও স্থিতিশীল চীন দরকার, চীনের শক্তিশালী ও সফল রাশিয়া দরকার।


ঘোষণায় বলা হয়, দু’দেশের নেতৃবৃন্দের নেতৃত্বে দু’পক্ষ বিভিন্ন পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে, পরস্পরের গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে গভীর যোগাযোগ রেখে আসছে, পরস্পরের আস্থা জোরদার হচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্ক সবসময় উন্নত হচ্ছে।


দু’দেশ জানায়, বর্তমানে বিশ্বশান্তি, উন্নয়ন, সহযোগিতা ও উভয়ের জয় হচ্ছে অপ্রতিরোধ্য ঐতিহাসিক ধারা। উন্মুক্ত, সহনশীল, বৈষম্যহীন এবং সব পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার ভিত্তিতে বৈশ্বিক বহুপক্ষবাদ ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। 


চীন ও রাশিয়া জোর দিয়ে জানিয়েছে, দু’দেশের নতুন যুগের সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারি সম্পর্ক জোরদার করা দু’দেশের গণকল্যাণ ও ইতিহাস উন্নয়নের প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। দু’দেশের নেতৃবৃন্দের অভিন্ন সিদ্ধান্তের আলোকে দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে এগিয়ে নেওয়া হবে।


দু’দেশ আরো জানায়, বিভিন্ন দেশের নিজস্ব উন্নয়নের পথ বাছাই করার অধিকার আছে এবং নিজস্ব মানবাধিকার উন্নয়নের পথ বাছাই করার অধিকার আছে। বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে দু’পক্ষ। 


রাশিয়া আবারও ‘এক চীন নীতিতে’ অবিচল থাকার ঘোষণা দেয়। যে কোনো ধরনের ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদের’ বিরোধিতা করে মস্কো। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন দেয় রাশিয়া। 


দু’পক্ষ জানায়, কৌশল মানে বাস্তবসম্মতভাবে দু’দেশের বিভিন্ন খাতের সহযোগিতা উন্নত করা। দু’পক্ষ দু’দেশের সাংস্কৃতিক, চিকিৎসা, খেলাধুলাসহ নানা খাতে সহযোগিতা আরো বাড়াবে।


দু’পক্ষ দৃঢ়ভাবে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইন-কেন্দ্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করার ঘোষণা দিয়েছে। সব ধরনের আধিপত্যবাদ, একতরফাবাদ, ক্ষমতার রাজনীতির বিরোধিতা করবে দু’পক্ষ। 


দু’দেশ উন্মুক্ত বিশ্ব অর্থনীতিকে সমর্থন দিয়েছে, একতরফবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করেছে এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ নেওয়া ও সহযোগিতা চালাতে একমত হয়েছে চীন ও রাশিয়া।


রাশিয়া ইতিবাচকভাবে ইউক্রেন ইস্যুতে চীনের নিরপেক্ষ অবস্থানের মূল্যায়ন করেছে। রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে চীনের ইতিবাচক ভূমিকাকে রাশিয়া স্বাগত জানায়। ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে চীনের অবস্থান’ দলিলের গঠনমূলক প্রস্তাবকে রাশিয়া স্বাগত জানায়।


এ ছাড়া, নানা বিষয়েও দু’পক্ষ তাদের প্রস্তাব ও অবস্থান ঘোষণা করেছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)