চীন-রুশ গণমাধ্যমের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
2023-03-22 19:48:19

মার্চ ২২: আজ (বুধবার) ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এবং বিশ্বের নতুন সুযোগ’ শীর্ষক চীন-রুশ গণমাধ্যমের গোলটেবিল বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ এবং রাশিয়া সেগোদনিয়া আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ এটি আয়োজন করে।

চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়ুং এবং রাশিয়ার প্রধান গণমাধ্যমের প্রধান, দু’দেশের সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা ‘নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়নের পথ’ নিয়ে আলোচনা করেছেন। তারা মনে করেন, চীন নিজ অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়নের পথ উন্মোচন করেছে, যা মানবসভ্যতার জন্য নতুন পথ।

 

ভাষণে শেন হাই সিয়ুং বলেন, দশ বছর আগে মস্কোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো বিশ্বের কাছে ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ গঠনের গুরুত্বপূর্ণ ধারণা উত্থাপন করেন। দশ বছরে তিনি ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ, বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ, বিশ্ব সভ্যতা উদ্যোগ উত্থাপন করেছেন। যা বিশ্বের পরিবর্তন ও যুগের পরিবর্তন মোকাবিলায় চীনের প্রস্তাব। আন্তর্জাতিক সমাজ ব্যাপকভাবে এতে স্বীকৃতি ও সমর্থন দিয়েছে। মানবজাতির শত বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন মোকাবিলায়, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের’ গুরুত্বপূর্ণ ধারণা উত্থাপন করেছেন। তিনি বলেন, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আন্তর্জাতিক প্রচার কাঠামোর বৈশিষ্ট্যময় এবং ন্যায্যতা জোরদার করবে, যাতে সারা বিশ্বে আরো বেশি করে বিভিন্ন দেশের জনগণের কণ্ঠ শুনতে পারে। এজন্য শেন হাই সিয়ুং তিনটি প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হল, প্রচারের পদ্ধতি উদ্ভাবন করা, দায়িত্ববোধ জোরদার করে আধুনিকায়নের গল্প ভালোভাবে তুলে ধরা এবং গণমাধ্যমের সহযোগিতা জোরদার করে মানবসভ্যতার বিনিময় বাড়ানো। তিনি বলেন, চায়না মিডিয়া গ্রুপ অব্যাহতভাবে সারা বিশ্বের গণমাধ্যমের সঙ্গে বিনিময় বাড়াবে, সহযোগিতা সম্প্রসারণ করবে, বিভিন্ন দেশের জনগণের বিনিময় জোরদার করবে এবং যৌথভাবে মানবসভ্যতার উন্নয়ন গতিশীল করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)