সি চিন পিংয়ের মস্কো সফর ও বৈঠকের উল্লেখযোগ্য দিক
2023-03-21 18:57:55

মার্চ ২১: সোমবার বিকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মস্কো পৌঁছান। ২০১৩ সালের মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এটি তাঁর নবম রাশিয়া সফর।

মস্কো সময় সোমবার দুপুর একটায় সি চিন পিং বিশেষ বিমানযোগে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো-সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে প্রেসিডেন্ট সিকে স্বাগত জানিয়েছেন।

গত ১০ মার্চ আবারও চীনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর এবং চলতি বছরের প্রথম সফর। ২০১৩ সালের পর দু’দেশের নেতার দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিনিময়ের ৪১তম বৈঠক হয়েছে। যা বিশ্বের কূটনৈতিক মঞ্চের অভূতপূর্ব রেকর্ড।

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন যে, চীন-রাশিয়া সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের গভীর ঐতিহাসিক ক্ষেত্র আছে।

গেল দশ বছরে, চীন ও রাশিয়া জোট-নিরপেক্ষতা, দ্বন্দ্বে না-জড়ানো, তৃতীয় পক্ষের বিরোধিতা না-করার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় কল্যাণের নতুন ধরনের বড় দেশের সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে দু’দেশের রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে, বাস্তব সহযোগিতা স্থিতিশীলভাবে বাড়ছে, আন্তর্জাতিক সহযোগিতা ঘনিষ্ঠ ও কার্যকর হচ্ছে। চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়ন দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে, বিশ্বের উন্নয়ন ও অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তা ছাড়া, ইউক্রেন সংকট নিয়ে দু’দেশের নেতাদের বিনিময়ে আন্তর্জাতিক সমাজ সবসময় নজর রাখছে।

এর আগেও বেশ কয়েকবার বৈঠক ও ফোনালাপে দু’দেশের নেতারা এ বিষয়ে আলোচনা করেন। সংঘাতের দ্বিতীয় দিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পুতিনের সঙ্গে ফোনালাপে স্পষ্টভাবে বলেন যে, আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানে সমর্থন করে চীন।

এবারের বৈঠকে সি চিন পিং বলেন, ইউক্রেন ইস্যুতে বেশিরভাগ দেশ শান্তি আলোচনায় সমর্থন করে। চীন বিশেষ দলিল প্রকাশের মাধ্যমে রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। চীন এজন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)