জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ভূমিকায় কৃতজ্ঞ আইপিসিসি
2023-03-21 10:38:11

মার্চ ২১: স্থানীয় সময় গতকাল (সোমবার) জলবায়ু পরিবর্তনের ওপর জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) তাদের ষষ্ঠ পর্যালোচনা প্রতিবেদন সুইজারল্যান্ডের ইনকন্ট্রায় প্রকাশ করেছে। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নানা ধরনের কার্যকর পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড নির্গমন এবং মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তন হ্রাস করা যায়।

 

আইপিসিসির বিশেষ কমিশনের চেয়ারম্যান লি হুই শেং চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন সরকার ও বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ কর্ম ও ইতিবাচক অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

তিনি বলেন, চীনা বিশেষজ্ঞরা এ প্রতিবেদন রচনায় বিরাট অবদান রেখেছেন। প্রতিবেদন পর্যালোচনাকালে চীনা বিশেষজ্ঞরা ও সরকার গুণগত মানের বহুমুখী প্রতিবেদন প্রণয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছেন।

 

আইপিসিসি কমিশন চীনের অবদান থেকে উপকৃত হয়েছে। ফলে চীন সরকারের আইপিসিসিকে সমর্থন ও আস্থার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)