কোরিয়ান উপদ্বীপে মার্কিন দ্বৈতনীতির সমালোচনা করে চীন
2023-03-21 19:03:18

মার্চ ২১: গতকাল (সোমবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোরিয়ান উপদ্বীপ পরিস্থিতি নিয়ে এক অস্থায়ী সম্মেলন আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতির সমালোচনা করেছে চীন।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং বলেন, উত্তর কোরিয়াকে পুনরায় সংলাপে উত্সাহিত করতে নিরাপত্তা পরিষদকে ইতিবাচক সংকেত দিতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র রোধ ইস্যুতে, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পারমাণবিক উপকরণ হস্তান্তর করেছে, অন্যদিকে উত্তর কোরিয়া সীমাবদ্ধতা আরোপ করেছে। যা স্পষ্টতই দ্বৈত মানদণ্ড! কেং সুয়াং কিছু দেশকে আন্তর্জাতিক সমাজ ও আঞ্চলিক দেশগুলির কথা শোনা, স্নায়ুযুদ্ধের মানসিকতা ও জোট-রাজনীতি পরিত্যাগ করা, রাজনৈতিক কারসাজি বন্ধ করা, তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের দায় মেটানো এবং পারমাণবিক সাবমেরিনের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানায়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)