দ্বিতীয় দফা আস্থা ভোটে টিকে গেলেন প্রচণ্ড
2023-03-21 11:19:33

মার্চ ২১: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড গতকাল (সোমবার) পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের আস্থা ভোট জিতেছেন। এ নিয়ে তিনি চলতি বছর দ্বিতীয় বার আস্থা ভোটের মুখোমুখি হলেন।

পার্লামেন্টের মোট ২৬২ জন সদস্য ভোট দেন। তার মধ্যে প্রধানমন্ত্রী প্রচণ্ড ১৭২টি ভোট পেয়ে আস্থা ভোটে জিতেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রচণ্ড নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নেপালের সংবিধান অনুসারে, শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের আস্থা ভোট জিততে হয় তাঁকে। গত ১০ জানুয়ারি তিনি এই ভোটে জিতেছেন।

তবে, গত ফেব্রুয়ারি মাসে নেপালের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও নেপালের কমিউনিস্ট পার্টি প্রধানমন্ত্রী প্রচণ্ডের জোট সরকার থেকে বেরিয়ে যায়। ফলে প্রচণ্ডকে পুনরায় আস্থা ভোটের মুখোমুখি হতে হয়।

(তুহিনা/এনাম/শুয়েই)