সহজ চীনা ভাষা: সমুদ্রের মুখোমুখি, বসন্তে ফুল ফুটতে দেখা
2023-03-21 16:01:42

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘সমুদ্রের মুখোমুখি, বসন্তে ফুল ফুটতে দেখা’, এর চীনা ভাষা হল ‘面朝大海,春暖花开’। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের কবি হাই য্যি লিখিত একটি কবিতা। তিনি চীনের সবচেয়ে বিখ্যাত আধুনিক কবি। ১৯৭৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি কবিতা লেখা শুরু করেন। ১৯৮৩ সালে তিনি তার প্রথম কবিতা সংগ্রহ প্রকাশ করেন। পরের ৭ বছরে তিনি চীনের উত্তর ও পশ্চিমের অনেক প্রদেশে ভ্রমণ করেছেন এবং প্রায় ২ মিলিয়ন অক্ষরের কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। এর মধ্যে রয়েছে কবিতা ‘সমুদ্রের মুখোমুখি, বসন্তে ফুল ফুটতে দেখা’। এটি হাই চ্যি’র সবচেয়ে পরিচিত কবিতা। এই কবিতায় হাই চ্যি তার কল্পনার আদর্শ জীবন বর্ণনা করেছেন। যেমন- একটি সমুদ্রের মুখোমুখি বাড়ি আছে, উষ্ণ বসন্তে ফুল ফুটতে দেখা যায়। প্রতিদিন ঘোড়াদের খাওয়ায়, কাঠ চিরে, খাবার ও শাকসবজির দাম দেখা ও বিশ্ব ভ্রমণ করা। বন্ধুদেরকে চিঠি লিখি, সবাই পৃথিবীতে সুখী জীবন খোঁজে।

কবিতার ভাষা বেশ সহজ, আন্তরিক আবেগ দেখা যায়। কবিতাটি পড়ার পর মানুষের মনে উষ্ণ ও ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এই কবিতা খুব জনপ্রিয় হওয়ায় এখন ‘সমুদ্রের মুখোমুখি, বসন্ত ফুল ফুটতে দেখা’ চীনাদের সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

面朝 miàn cháo মুখোমুখি 面朝大海miàn cháo dà hǎi সমুদ্রের মুখোমুখি  面朝高山miàn cháo gā shān উঁচু পাহাড়ের মুখোমুখি 面朝东miàn cháo dōng পূর্ব দিকের মুখোমুখি 面朝我miàn cháo wǒ আমার মুখোমুখি

温暖 wēn nuǎn উষ্ণ 温暖的天气wēn nuǎn de tiān qì উষ্ণ আবহাওয়া 温暖的话语wēn nuǎn de huà yǔ উষ্ণ কথা 他的帮助温暖了我的心 tā de bang zhù wēn nuǎn le wǒ de xīn তার সাহায্য আমার মন উষ্ণ করেছে

关心 guān xīn খেয়াল করা 关心社会事件guān xīn shè huìshì jiàn সামাজিক ব্যাপার খেয়াল করা 关心物价guān xīn wù jià পণ্যের দাম খেয়াল করা 关心老人 guān xīn lǎo rén বৃদ্ধদের খেয়াল করা 他一点也不关心孩子 tā yì diǎn yě bù guān xīn hái zi সে সন্তানের কিছুই খেয়াল করে না

祝愿 zhù yuàn কামনা/কামনা করা  美好的祝愿 měi hǎo de zhù yuàn শুভকামনা 衷心祝愿zhōng xīn zhù yuàn আন্তরিক কামনা  祝愿你幸福快乐zhù yuàn nǐ xìng fú kuài lè তোমার খুশি/ সুখ কামনা করি 祝愿活动圆满成功zhù yuàn  huó dòng yuan mǎn chéng  gōng অনুষ্ঠানের সফলতা কামনা করি