করোনাভাইরাসের উৎস অনুসন্ধান নিয়ে মার্কিন অপরাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছে চীন
2023-03-21 19:51:25

মার্চ ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, করোনাভাইরাসের উৎস অনুসন্ধান  নিয়ে যুক্তরাষ্ট্রের অপরাজনীতি বন্ধ করার দাগিত দেয় চীন। যুক্তরাষ্ট্রের উচিত বিশ্ববাসীকে জবাব দেওয়া। 


চীনা মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিলে চীন বিষয়ে প্রকৃত বাস্তবতা উপেক্ষা করা হয়েছে এবং ভুল তথ্য রয়েছে। কোনো প্রমাণ ছাড়াই ‘গবেষণাগার থেকে ফাঁসের’ কথা প্রচার করা হয়েছে এবং চীনের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। চীন এতে অনেক অসন্তুষ্ট এবং এর দৃঢ় বিরোধিতা করে। করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের ক্ষেত্রে চীনের অবস্থান বরাবরই এক। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীন সমর্থন দেয় ও তাতে অংশগ্রহণ  করে। পাশাপাশি, যে কোনো ধরনের অপরাজনৈতিক আচরণের দৃঢ় বিরোধিতা করে চীন।


তিনি আরো জানান, বর্তমান বিশ্বে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান খাতের গবেষণায় প্রকৃত বাধা হচ্ছে মার্কিন অপরাজনীতি। এতে যুক্তরাষ্ট্র কোনো দায়িত্ববোধের পরিচয় দেয় নি। তারা কখনওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদেরকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানায় নি, কখনওই প্রথম অবস্থায় তথ্য দেয় নি! 


তিনি জানান, যুক্তরাষ্ট্রের এহেন আচরণ অবশ্যই আন্তর্জাতিক সমাজের ব্যাপক বিরোধিতা পাবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)