রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে চীন ভূমিকা রাখবে
2023-03-21 19:52:02


মার্চ ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের জন্য চীন গঠনমূলক ভূমিকা রাখবে।


তিনি জানান, ইউক্রেন সংকট শুরু হলে, প্রেসিডেন্ট সি চিন পিং ধারাবাহিক নানা প্রস্তাব দিয়েছেন। যা পরিস্থিতির উত্তেজনা হ্রাস ও রাজনৈতিক পদ্ধতিতে সংকট সমাধানের জন্য সঠিক পথ দেখিয়েছে। সম্প্রতি চীন ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানে চীনা অবস্থান’ দলিল প্রকাশ করেছে। যাতে বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে সম্মান করাসহ ১২টি নীতি পেস করা হয়।


তিনি জানান, চীনের অবস্থান একটি কথা দিয়ে প্রকাশ করা যায়। তা হলো শান্তি ও আলোচনা পুনরুদ্ধার করা। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান বরাবর এক ও সুস্পষ্ট। বিভিন্ন পক্ষের সঙ্গে চীন যোগাযোগ বজায় রাখছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)