‘ঐতিহাসিক ভিডিও’ ব্যবহারে সিএমজি ও রুশ মিডিয়ার সিদ্ধান্ত
2023-03-21 19:35:07

মার্চ ২১: মস্কো সময় আজ (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরকালে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং অল-রাশিয়া স্টেট টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানি এক স্মারকলিপি স্বাক্ষর করেছে। এখন থেকে দু’পক্ষ চীন-রুশ শীর্ষ নেতার মতৈক্য বাস্তবায়ন করবে, সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। দু’পক্ষ পরস্পরের ‘ঐতিহাসিক ভিডিও ফাইল’ ব্যবহারে একমত হয়েছে।

চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানির চেয়ারম্যান ডোব্রোদেভ দু’পক্ষের স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ও ভাষণ দিয়েছেন।

 

অনুষ্ঠানে অল-রাশিয়া স্টেট টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানি সিএমজিকে- সম্প্রতি আবিষ্কৃত মূল্যবান ঐতিহাসিক ভিডিও ফাইল উপহার দেয়। এসব মুভি ফাইল সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ চীনের উত্তর-পূর্বাঞ্চলে জাপানের কোয়াতুং আর্মির কাছ থেকে হস্তগত করেছিল। যা ২০ শতকের ৩০-এর দশকে চীনের উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতি ও সামরিক অবস্থা প্রতিফলিত করেছে। এতে জাপানি আগ্রাসনকারীর নিষ্ঠুর আচরণ রেকর্ড করা হয়েছে। এসব ভিডিও ফাইল চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী কার্যক্রম তুলে ধরেছে।

শেন হাই সিয়ুং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বার বার জোর দিয়ে বলেছিলেন, ইতিহাস সবচেয়ে ভালো পাঠ্যপুস্তক। চায়না মিডিয়া গ্রুপের বিপুল পরিমাণ ঐতিহাসিক ফাইল আছে। তিনি আশা করেন, দু’পক্ষ যৌথভাবে এসব মুভি ফাইল ব্যবহার করতে পারবে, দু’দেশের জনগণের পারস্পরিক উপলব্ধি ও ঐতিহ্যিক মৈত্রী জোরদার হবে।

ডোব্রোদেভ বলেন, সিএমজিকে দেওয়া এসব মুভি ফাইল মূল্যবান সাংস্কৃতিক উত্তরাধিকার। আগে কখনোই তা ব্যবহার করা হয়নি। তাঁদের কোম্পানি সিএমজির সঙ্গে মানবসম্পদ বিনিময় জোরদারে আগ্রহী।

স্মারকলিপি অনুযায়ী, চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি এবং অল-রাশিয়া স্টেট টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানি বিনিময়-ব্যবস্থা স্থাপন করবে, পরস্পরের স্বার্থ-জড়িত ঐতিহাসিক মুভি ফাইল শেয়ার করবে। এসব ফাইলের ডিজিটাল পুনরুদ্ধার প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা করবে। এ ছাড়া, যৌথভাবে প্রামাণ্যচিত্র তৈরি করে পরস্পরের মঞ্চে প্রচারও করা হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)