রুশ-চীন সম্পর্ক বড় দেশের সুষম ও সৃজনশীল সহযোগিতার দৃষ্টান্ত: পুতিন
2023-03-20 16:13:42

মার্চ ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর রাশিয়া সফরের প্রাক্কালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) পিপলস ডেইলিতে ‘রাশিয়া ও চীনের ভবিষ্যৎমুখী অংশীদারি সম্পর্ক’ শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রবন্ধে পুতিন বন্ধুত্বপূর্ণ চীনা জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন, রুশ-চীন সম্পর্ক হল বড় দেশের মধ্যে সুষম ও উদ্ভাবনী সহযোগিতার দৃষ্টান্ত। তিনি আশা করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে নতুন শক্তিশালী চালিকাশক্তি যোগ করা হবে।

প্রবন্ধে তিনি বলেন, সি চিন পিং-এর এবারের সফর খুবই গুরুত্বপূর্ণ। যা রুশ-চীন অংশীদারি সম্পর্কের বিশেষ গুরুত্ব প্রমাণ করেছে। দু’দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক আস্থা, পরস্পরের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রতি সম্মানের ভিত্তিতে উন্নত হচ্ছে।

প্রবন্ধে বলা হয়, দশ বছরে সুদৃঢ় দ্বিপক্ষীয় মৈত্রী অব্যাহতভাবে জোরালো হচ্ছে, দু’দেশ ও জনগণের কল্যাণ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বিস্ময়কর এবং ইতিহাসের সর্বোচ্চ মানে পৌঁছেছে। দু’দেশ আস্থাপূর্ণ রাজনৈতিক সংলাপ ব্যবস্থা স্থাপন করেছে; যা নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতাও বটে।

 

প্রবন্ধে বলা হয়, রাশিয়া ও চীন সবসময় সমতা, উন্মুক্তকরণ, সহনশীল ও নিরপেক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের চেষ্টা করে। রুশ-চীন সম্পর্ক হল বড় দেশের সুষম ও সৃজনশীল সহযোগিতার দৃষ্টান্ত। তিনি বিশ্বাস করেন, দু’দেশের জনগণের কৌশলগত বাছাইয়ের ভিত্তিতে রুশ-চীন মৈত্রী ও অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে সমৃদ্ধ হবে, এর ফলে দু’দেশ সুখী ও সমৃদ্ধ হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)