চীনের সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অধিকারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা ঠিক নয়: চীন
2023-03-20 18:48:13

মার্চ ২০: যুক্তরাষ্ট্র যদি সত্যিই হুন্ডুরাসের বিরুদ্ধে কূটনৈতিক চাপ দেয়, তাহলে ‘বিভিন্ন দেশের নিজের সার্বভৌমত্বের ভিত্তিতে কূটনীতি করার অধিকার আছে’- এমন মার্কিন দাবিগুলো মিথ্যা প্রমাণিত হবে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

জানা গেছে, হুন্ডুরাসের প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাঁর দেশ। তবে, যুক্তরাষ্ট্র সে খবর জানার পর পরই হুন্ডুরাসের বিরুদ্ধে চাপ দেওয়া শুরু করেছে। এতে হুন্ডুরাস ওই সিদ্ধান্ত থেকে সরে যাবে।

চীনা মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, বিশ্বের ১৮১টি দেশ ‘এক চীন নীতির’ ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যা প্রমাণ করে যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হল যুগের উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ সঠিক সিদ্ধান্ত। চীন হুন্ডুরাস সরকারের মন্তব্যকে স্বাগত জানায় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হুন্ডুরাসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন ও উন্নত করতে চায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)