চীন বিভিন্ন পক্ষের সঙ্গে মানবাধিকার রক্ষার কাজ জোরদার করতে চায়
2023-03-20 18:49:47

মার্চ ২০: চীন বিভিন্ন দেশের সঙ্গে মানবাধিকার রক্ষায় সার্বিক কাজ জোরদার করতে আগ্রহী। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন।

জাতিসংঘ মানবাধিকার নির্বাহী পরিষদের ৫২তম সম্মেলনে চীন ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে ‘বিশ্ব মানবাধিকার ঘোষণা’ প্রকাশের ৭৫তম বার্ষিকীতে ভাষণ দিয়েছে। এ বিষয়ে মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমাজ ‘ঘোষণা’ বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে জটিল চ্যালেঞ্জও রয়েছে। ভাষণে চীন ‘ঘোষণা’ বাস্তবায়নে চারটি প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবগুলো হলো, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অধিকার, উন্নয়নের অধিকার, নাগরিকের রাজনৈতিক অধিকার সমভাবে গুরুত্বপূর্ণ। জনগণ-কেন্দ্রীক চিন্তাধারা উন্নয়নের অধিকার নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, সামাজিক ব্যবস্থা, অর্থনীতি ও সমাজের উন্নয়নের মানের ব্যবধান আছে। বিভিন্ন দেশকে নিজের মানবাধিকার উন্নয়নের পদ্ধতিকে সম্মান করতে হবে। বিভিন্ন পক্ষের উচিত মানবাধিকার নিয়ে রাজনীতি না-করা।

চীন বিভিন্ন দেশের সঙ্গে শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, গণতান্ত্রিক স্বাধীনতার অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে মানবাধিকার খাতে বিনিময় ও সহযোগিতা করতে চায়। বৈশ্বিক মানবাধিকার পরিচালনায় অংশগ্রহণ করা, মানবাধিকার কাজের সার্বিক উন্নয়ন বাড়ানো এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে চায় চীন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)