বিভিন্ন দেশকে যৌথভাবে আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করার আহ্বান জানায় চীন
2023-03-20 19:03:40

মার্চ ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দেশের উচিত যৌথভাবে আধিপত্যবাদী আচরণের দৃঢ় বিরোধিতা করা। 


২০ বছর আগে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাকে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তখন দুই লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছিল। ৯০ লাখেরও বেশি মানুষ তাদের জন্মস্থান থেকে পালিয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, গণবিধ্বংসী অস্ত্রের দাবি একেবারেই মিথ্যা কথা। এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যা অজুহাতে ইরাকে যুদ্ধ করেছিল। যা ইরাক ও মধ্যপ্রাচ্যে বিপুল দুর্যোগ সৃষ্টি করে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের উচিত আত্মসমালোচনা করা।


ওয়াং ওয়েন বিন জোর দিয়ে বলেন, দৃঢ়ভাবে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা রক্ষা করা উচিত। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এড়িয়ে একটি সার্বভৌম দেশে যুদ্ধ চালিয়েছে। যা জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় গুরুতর আঘাত এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালায় আঘাত করেছে।  


তিনি আরো বলেন, বিভিন্ন দেশের স্বাধীনভাবে নিজ দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথ অনুসন্ধান করার অধিকারকে যথাযথ সম্মান করা উচিত। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)