মিশর, তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক সদিচ্ছা রয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
2023-03-20 11:15:18

মার্চ ২০: গত ১৮ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি ও সেদেশে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু কায়রোতে বৈঠক করেছেন।

বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সৌকরি বলেন, দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক সদিচ্ছা আছে মিশরের।

তিনি বলেন, বৈঠকে তাঁরা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে আলোচনা করেছেন। দু’পক্ষ যথাসময়ে পুনরায় রাষ্ট্রদূত বিনিময় করবে। এখন দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের শীর্ষনেতাদের বৈঠক আয়োজনে যোগাযোগ ও সহযোগিতা করছে।

উল্লেখ্য, ২০১৩ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশর ও তুরস্কের সম্পর্কের অবনতি হয়। ২০২১ সাল থেকে দু’দেশ আবারও উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু করে।

(তুহিনা/এনাম/শুয়েই)