উত্তেজনা প্রশমনে একমত ফিলিস্তিন, ইসরাইল
2023-03-20 10:25:16

 মার্চ ২০: স্থানীয় সময় গতকাল (রোববার) মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিন, ইসরাইল, জর্ডান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মীদের মধ্যে অনুষ্ঠিত পাঁচ-পক্ষীয় সম্মেলন মিশরের শার্ম-আল-শেখে সমাপ্ত হয়েছে।

 

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সকল একতরফা অভিযান এবং হিংসাত্মক সংঘর্ষ বন্ধ, উত্তেজনা প্রশমন, এবং যত দ্রুত সম্ভব দু’পক্ষের শান্তিপূর্ণ সংলাপ পুনরায় শুরু করা।

 

সম্মেলনের পর প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরাইল তাদের সকল প্রকার একতরফা ব্যবস্থার অবসান ঘটানোর ঘোষণা করেছে।

 

ইসরাইল সরকার এবং ফিলিস্তিনের ক্ষমতাসীন পার্টি সকল প্রকার একতরফা ব্যবস্থা বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর কার্যকারিতা হবে ৩ থেকে ৬ মাস।

পাশাপাশি, পরিস্থিতির অবনতি ঠেকাতে যে কোনো ধরণের হিংসাত্মক তৎপরতা ও উস্কানিমূলক আচরণ মোকাবিলায় দু’পক্ষের মধ্য একটি আদান-প্রদান ব্যবস্থাও গড়ে তোলা হবে। ফিলিস্তিনিদের আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

আগামি ৪ মাসের মধ্যে নতুন ইসরাইলি বসতি নির্মাণ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল এবং আগামি ৬ মাসের মধ্যে কোনো ধরণের বসতি নির্মাণের অনুমতিপত্র দেবে না দেশটি।

 

(সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)