রিভার্স রেপোর মাধ্যমে তারল্য বাড়াচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক
2023-03-20 19:25:30

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার কার্যক্রমের মাধ্যমে আর্থিক ব্যবস্থায় তহবিল বাড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়না তার ওয়েবসাইটে উল্লেখ করেছে, এটি গেল ৭ দিনে ২ শতাংশ সুদের হারে ৩০ বিলিয়ন ইউয়ান রিভার্স রেপো কার্যক্রম পরিচালনা করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রির্ভাস রেপো হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় ব্যাংক বিডিংয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে সিকিউরিটিজ কিনে নেয় এবং ভবিষ্যতে সেগুলো পুনরায় বিক্রি করতে পারে।

এইচআরএস/হাশিম