আফ্রিকা প্রবাসী চীনা নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে চীন
2023-03-20 19:01:12


মার্চ ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আফ্রিকা প্রবাসী চীনা নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে চীন। 


সম্প্রতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের একটি সোনার খনিতে হামলা হয়েছে। এতে একাধিক চীনা মানুষ হতাহত হয়েছেন। এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, বেইজিং সময় ১৯ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি চীনা বেসরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। এতে নয়জন চীনা নাগরিক নিহত হয়েছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এ বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি আহতদেরকে সর্বোচ্চ চিকিত্সাসেবা দেওয়া এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান। যাতে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।


প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা অনুসারে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতগতিতে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়েছে। স্থানীয় চীনা দূতাবাসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট সমন্বয়কাজ করছেন।


তিনি জানান, আফ্রিকার কিছু দেশে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাংগি ছাড়া সব অঞ্চলের নিরাপত্তা ভীষণ ঝুঁকিপূর্ণ! সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকবার নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এতে উচ্চ ঝুঁকির অঞ্চলে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত চলে আসার আহ্বান জানানো হয়। তিনি আবারও চীনা নাগরিকদের সতর্ক করেন। উচ্চ ঝুঁকির অঞ্চলে না যাওয়া এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকা লোকদের দ্রুত সেই স্থান ত্যাগ করার আহ্বান জানান তিনি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)