যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে দ্রুত একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তাগিদ দেয় চীন
2023-03-20 19:05:18

মার্চ ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচিত আন্তর্জাতিক সমাজের ন্যায়সঙ্গত আহ্বানের প্রতি সম্মান জানানো, দ্রুত একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অন্য দেশের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে সম্মান করা। 

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নিজেদের ‘মানবাধিকারের বিকন’ হিসেবে মনে করে। তবে, বিশ্বব্যাপী তারা মানবাধিকারের অজুহাতে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ও গুরুতরভাবে অন্য দেশের মানবাধিকার লঙ্ঘন করছে। এসব নিষেধাজ্ঞা অর্থ-বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলে। যা বিশ্বের খাদ্য, জ্বালানি ও আর্থিক নিরাপত্তায় গুরতর হুমকি সৃষ্টি করে। পাশাপাশি, তা নিষেধাজ্ঞায় থাকা দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও গণ-জীবিকায় মারাত্মক সমস্যা ও মানবিক সংকট সৃষ্টি করে।


তিনি জানান, একতরফা নিষেধাজ্ঞা  জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার আন্তর্জাতিক সিদ্ধান্ত-বিরোধী আচরণ।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)