যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ১.৫১ মিলিয়ন লিটার তেজস্ক্রিয় পানি নির্গত
2023-03-20 11:15:47

মার্চ ২০: যুক্তরাষ্ট্রের মিনেসোটা দূষণ নিয়ন্ত্রণ ব্যুরো সম্প্রতি জানায়, মন্টিসেলোর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ১.৫১ মিলিয়ন লিটার তেজস্ক্রিয় পানি নির্গত হয়েছে।

মিনেসোটা দূষণ নিয়ন্ত্রণ ব্যুরোর মতে, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমেরিকান এক্সিলেন্স এনার্জি কর্পোরেশনের অন্তর্গত। গত বছরের নভেম্বর মাসে নিয়মিত ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণের পর কোম্পানিটি মিনেসোটা সরকার ও মার্কিন পরমাণু নিয়ন্ত্রণ কমিশনকে এই মর্মে রিপোর্ট করেছে।

তার ৪ মাস পর এ ঘটনা প্রকাশিত হয়। ফলে মার্কিন জনমতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ও তথ্যের স্বচ্ছতা সম্পর্কে সন্দেহ প্রকাশ পেয়েছে।

মিনেসোটা দূষণ নিয়ন্ত্রণ ব্যুরো জানায়, এখন নির্গমন বন্ধ রয়েছে। নিকটবর্তী মিসিসিপি নদীতে দূষিত পানি মিশেনি এবং পানীয় জলের উৎসকেও দূষিত করেনি।

আমেরিকান এক্সিলেন্স এনার্জি কর্পোরেশন তাতে স্থানীয় সম্প্রদায় ও পরিবেশের জন্য কোনো স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে।

(তুহিনা/এনাম/শুয়েই)