২০২৩ সালে বড় ও মাঝারি আকারের শহরগুলিতে স্নাতকদের কর্মসংস্থানে নিয়োগ শুরু হয়
2023-03-19 17:18:15

মার্চ ১৯: চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে বড় ও মাঝারি আকারের শহরগুলিতে স্নাতক পাস করা শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসংস্থানে নিয়োগ আজ (রোববার) শুরু হয়েছে। এটি বসন্তকালীন নিয়োগ। এই কার্যক্রম চলবে ২৬মে পর্যন্ত।

 

১৯ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম বিশেষ পদে নিয়োগের জন্য ৬৭টি বিশেষ পরিষেবা কার্যক্রম চালু হয়েছে। যার মধ্যে রয়েছে ১৯টি অফলাইন বিশেষ চাকরি মেলা, ৮টি আন্তঃআঞ্চলিক চাকরি মেলা এবং ট্যুর, উত্পাদন, চিকিত্সা ও স্বাস্থ্যসেবা, ইন্টারনেট, বৈদ্যুতিক নতুন সম্পদ, ক্রস-বর্ডার ই-কমার্স। আরও আছে হাইনান ফ্রি ট্রেড জোন-সহ বিভিন্ন শিল্প ও অঞ্চলে ২৬টি অনলাইন বিশেষ চাকরি মেলা, ৯টি লাইভ জব-লিডিং অ্যাক্টিভিটি, ৪টি ক্যারিয়ার গাইডেন্স লাইভ সম্প্রচার এবং ১টি নীতি উপস্থাপনা বিষয়ক লাইভ সম্প্রচার।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)