পাকিস্তানের ‘আধুনিকীকরণের পথ অন্বেষণ এবং চীন-পাকিস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত
2023-03-19 16:03:46

 

মার্চ ১৯: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাষা কেন্দ্রের উদ্যোগে ‘আধুনিকীকরণের পথ অন্বেষণ এবং চীন-পাকিস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন’ থিমের আলোকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের রাজনীতিবিদ, বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ, নেতৃবৃন্দ, মূলধারার মিডিয়া ও যুব প্রতিনিধিরা ফোরামে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী অতিথিরা পাকিস্তানে চীনা-শৈলীর আধুনিকীকরণের সুযোগ এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের উচ্চ পর্যায়ের নির্মাণ জোরদার করার বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন।

 

পাকিস্তানের প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী লুমিনা আলেম বলেন, গত এক দশক ধরে চীনের অর্থনীতি ও সমাজ সুষ্ঠুভাবে উন্নত হয়েছে, চীনা জনগণ সুখী হচ্ছে এবং চীনা-শৈলীর আধুনিকীকরণ বলিষ্ঠ হচ্ছে। পাকিস্তান ও চীনের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও উন্নত করা হবে।

 

সম্প্রতি চীনের মধ্যস্থতায় সাত বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকা সৌদি আরব ও ইরান বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক শুরুর ঘোষণা দিয়েছে। পাক পণ্ডিতরা তাদের বক্তৃতায় এ ঘটনার কথা উল্লেখ করে বলেন, এটি চীনা নেতাদের প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবের একটি সফল উদাহরণ। যা বিশ্ব প্রশাসনে চীনের সক্রিয় ও গঠনমূলক অবদান। এতে দেখা যায় যে, চীনা-শৈলীর আধুনিকীকরণ একটি শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করছে।

উল্লেখ্য, পাকিস্তানের ২০টিরও বেশি মূলধারার মিডিয়া ফোরামের খবর প্রচার করেছে।

 

(জিনিয়া/তৌহিদ/আকাশ)