‘চীনে ব্রাজিলের প্রেসিডেন্টের সফর দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে’
2023-03-18 21:27:52

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার আসন্ন চীন সফর দু’দেশের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে প্রত্যাশা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং। আগামী ২৬ থেকে ৩১ মার্চ চীনে রাষ্ট্রীয় সফরের কথা রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের।

 

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিশ্বের নানামুখী পরিবর্তনের মাঝেও দু’দেশের সম্পর্ক এগিয়ে গেছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে চীন ও ব্রাজিল একে অপরের পাশে রয়েছে।'

চীন ও ব্রাজিলের বেশি কিছু অভিন্ন স্বার্থ রয়েছে উল্লেখ করে ওয়াং ওয়েনপিং বলেন, দু’দেশই সাহসিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেছে। 

তিনি বলেন, 'বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। উন্নয়নের জন্য হাতে হাত মিলিয়ে প্রধান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার রোল মডেল স্থাপন করেছে চীন ও ব্রাাজিল।'

ব্রাজিল হলো চীনের নবম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। আর চীন হলো ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার । 


পরিসংখ্যান বলছে, ২০২২ সালে দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৭১.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

এইচআরএস/হাশিম

তথ্য: চায়না ডেইলি।