মানবাধিকার কাউন্সিলে ৭০টিরও বেশি দেশের পক্ষে যৌথ ভাষণ দিয়েছেন চীনা প্রতিনিধি
2023-03-18 18:04:54

মার্চ ১৮: জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি ছেন সু শুক্রবার ৫২তম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ৭০টিরও বেশি দেশের পক্ষে ভাষণ দেন। তিনি ‘বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র’ গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকীতে ওই ভাষণ দিয়েছেন।

ভাষণে তিনি বলেছেন, ‘বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র’ একটি যুগান্তকারী দলিল যা বিশ্বে মানবাধিকার উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। বিগত ৭৫ বছরে আন্তর্জাতিক সমাজ ‘বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্রের’ নির্ধারিত উচ্চ লক্ষ্যগুলি উপলব্ধি করেছে এবং অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তবে, জটিল ও গুরুতর চ্যালেঞ্জও রয়েছে। ‘বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র’ গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

 

আরও ভালোভাবে ‘বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র’ বাস্তবায়নের জন্য যৌথ ভাষণে প্রতিনিধি স্পষ্টভাবে বলেন যে, আমাদের উচিত ব্যাপকভাবে ঘোষণাগুলো বাস্তবায়ন করা। জনগণ-কেন্দ্রিক উন্নয়ন করা এবং যৌথভাবে জাতিসংঘের ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন এজেন্ডা এগিয়ে নেওয়া। সেই সঙ্গে একতরফা নিষেধাজ্ঞা ব্যবস্থা দূর করা এবং বৈষম্য দূর করা দরকার। মানবাধিকার চর্চা বৈচিত্র্যময় হয়, তাই একে-অপরকে সম্মান করা উচিত।

জিনিয়া/তৌহিদ/আকাশ