আর্থিক প্রতিষ্ঠানে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও কমাচ্ছে চীন
2023-03-18 21:23:32

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: তারল্য প্রবাহ বাড়াতে আর্থিক প্রতিষ্ঠানের জন্য রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও-আরআরআর ২৭ মার্চ থেকে ০.২৫ শতাংশ পয়েন্ট কমিয়ে দিচ্ছে চীন। 

 

শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক -পিপলস ব্যাংক অব চায়না এ কথা জানিয়েছে। তবে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এরই মধ্যে ৫ শতাংশ রিজার্ভ রেশিও কার্যকর হয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

বিবৃতি অনুসারে, নতুন বিধান কার্যকরের পর আর্থিক প্রতিষ্ঠানগুলোর গড় রিজার্ভ রেশিও ৭.৬ শতাংশ হবে। 

চায়না মিনশেং ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ওয়েন পিন বলেছেন, এ বছরের শুরু থেকে, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের কার্যকলাপ এবং মধ্যমেয়াদী ঋণ সুবিধা কার্যক্রম বাড়িয়েছে, যার ফলে অর্থ সরবরাহ এবং সামগ্রিক স্থিতিশীল তারল্য বজায় রয়েছে।

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: সিনহুয়া।