২১ ক্রুসহ বিদেশি কার্গো জাহাজ উদ্ধার করেছে চীন
2023-03-18 21:22:19

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগর থেকে ২১ জন ক্রুসহ একটি বিদেশি কার্গো জাহাজ উদ্ধার করে পার্ল নদীর মোহনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে চীনের উদ্ধার জাহাজ। গত শুক্রবার চীনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানায়।   

 

গত মার্চের ৩ তারিখ চীনের পরিবহন মন্ত্রণালয়ের নানহাই রেসকিউ ব্যুরো  সর্বপ্রথম খবর পায় একটি পানামিয়ান কার্গো জাহাজের প্রধান ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এবং জাহাজটি চীনের নানশা দ্বীপপুঞ্জ এলাকায় রয়েছে। জাহাজটিতে কোনো কার্গো ছিলো না, শুধু ২১ জন ক্রু ছিলো। 

খবর পাওয়া মাত্রই নানশা ম্যারিটাইম সার্চ এন্ড রেসকিউ সেন্টার ‘নানহাই রেসকিউ ১১৫’ নামের একটি বড় সামুদ্রিক উদ্ধার জাহাজ সেখানে পাঠিয়ে দেয়। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, ৯ দিন ক্রমাগত প্রচেষ্টার পর কার্গো জাহাজটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। 

মামুন/হাশিম 

তথ্য ও ছবি: সিসিটিভি।