'সিনচিয়াংয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ন্যায়সঙ্গত পদক্ষেপ'
2023-03-18 21:26:26

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক : চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন পুলিশ সদস্য শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৫২তম অধিবেশনে বলেছেন, সিনচিয়াংয়ের সন্ত্রাসবাদ এবং সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইন-ভিত্তিক লড়াই মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মানবাধিকার রক্ষায় একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ। সন্ত্রাসবাদ মানবতার জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন তিনি।    

ওয়ারেসিচিয়াং মাইমাইতি, যিনি ১৩ বছর ধরে  সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের উশি কাউন্টির পুলিশ স্টেশনে কাজ করছেন। একজন পুলিশ সদস্য হিসেবে, তিনি কয়েক বছর আগে একাধিক সন্ত্রাসী ঘটনা মোকাবিলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। 

এ সময় তিনি বলেন, ওইখানে একাবার সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করতে তাকে খুব ভয়ঙ্কর বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।   নিরপরাধ মানুষের ব্যাপক প্রাণহানি, বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতি , এসব ঘটনার পাশাপাশি সামাজিক অস্থিরতা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের উপর ব্যাপক অত্যাচার তিনি প্রত্যক্ষ করেছেন।  

এ সব নেক্কারজনক ঘটনা মানুষের জীবন, জীবিকা এবং উন্নয়নের অধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন তিনি।  

ঐশী/হাশিম 

তথ্য ও ছবি :  সিজিটিএন।