সংঘর্ষ থেকে পরিত্রাণ পাওয়া দেশগুলোকে নিরাপত্তা ও উন্নয়নের সমন্বয় করতে আহ্বান জানাল চীন
2023-03-17 15:14:19

মার্চ ১৭: জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স তেই বিন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের নিরাপত্তা খাতের সংস্কার বিষয়ক এক উন্মুক্ত সভায় সংঘর্ষ থেকে পরিত্রাণ পাওয়া দেশগুলোকে তাদের নিরাপত্তা ও উন্নয়নের দুটি প্রধান বিষয়ে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন।

 

তেই বিন বলেন, সংঘর্ষ থেকে পরিত্রাণ পাওয়া অনেক দেশই সশস্ত্র গ্যাং, সহিংস চরমপন্থা এবং জাতিগত সংঘাতসহ নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। তখন তাদের পেশাদার, দক্ষ এবং নিবেদিত নিরাপত্তা বিভাগ জাতীয় উন্নয়ন ও নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। নিরাপত্তা খাতের সংস্কারের সাথে অনেক ক্ষেত্র এবং ভারী কাজ জড়িত এবং এটি রাতারাতি অর্জন করা কঠিন।

 

তিনি বলেন, কেবল জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্তরের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানো উচিৎ। তা ছাড়া, নিরাপত্তা, অর্থনীতি এবং আইনের শাসনসহ নানা ক্ষেত্রে সংস্কারের সমন্বয় সাধন করলেই দীর্ঘস্থায়ী চালিকা শক্তি অর্জন এবং সব পক্ষের সমর্থন লাভ করা যায়। দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ বাড়ানো নিরাপত্তা খাতের সংস্কারের জন্য আরও দৃঢ় বস্তুগত নিশ্চয়তা প্রদান করে।

 

তিনি বলেন, নিরাপত্তা খাতের সংস্কারের ক্ষেত্রে সংঘাত থেকে পরিত্রাণ পাওয়া দেশগুলো সক্ষমতার অভাব এবং সীমিত সম্পদসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয়ভাবে গঠনমূলক সহায়তা প্রদান করা উচিৎ।

 

লিলি/এনাম/রুবি