সুই ওয়েই - " অন্য কোথাও "
2023-03-17 18:59:31

সুই ওয়েই, ১৯৬৮ সালের ২১শে জুলাই, চীনের শানসি প্রদেশের শি’আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন পুরুষ গায়ক, সঙ্গীতশিল্পী, গীতিকার এবং চীনের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীত ব্যক্তিত্ব।

"অন্য কোথাও" ১৯৯৭ সালে প্রকাশিত সুই ওয়েই-এর প্রথম রক অ্যালবাম। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। অ্যালবামের প্রযোজক জাং ইয়া তুং এবং সাউন্ড ইঞ্জিনিয়ার জিন শাও গাং। লি ইয়ানলিয়া, ইউ হাওকুন, চাও মু ইয়াং এবং অন্যান্যরা অ্যালবামটির প্রযোজনায় অংশ নেন।

১৯৯৮ সালের জানুয়ারিতে, বেইজিং মিউজিক স্টেশন প্রোগ্রাম "নিউ মিউজিক ম্যাগাজিন"-এর ১৯৯৭ সালের সেরা অ্যালবামের পুরস্কার জিতে নেয়  "অন্য কোথাও"।

বিংশ শতকের আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের গোড়ার দিকে, অন্যতম জনপ্রিয় ও সফল রক গায়কদের একজন ছিলেন সুই ওয়েই। তিনি একজন শহর পরিব্রাজক; তাই বিহ্বলতা, একাকীত্ব, হতাশা ও দুঃখের মতো শব্দগুলো তাঁর গানে বেশি দেখা যায়। একজন ভবঘুরে অপব্যয়ী মানুষ হিসেবে সুই ওয়েই-এর একাকীত্ব যেন তাঁর মজ্জাগত ছিল। তাই তাঁর গানগুলো ধূসর।

"রাস্তার শেষে" এবং "আমার মনের শহর" গানদুটিতে তাঁর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার বর্ণনা আছে। "দূরত্ব" গানে তিনি তার নিজস্ব ভাষা ব্যবহার করেছেন।

"অধ্যবসায়" এবং "ব্লু বার্ড" অনেক জনপ্রিয়তা পেয়েছে। "অন্য কোথাও", একটি রক গানের অ্যালবাম হিসেবে, শুনতে ভাল লাগে। বিশেষ করে গানের কথা মানুষকে ভাবায়।

"অন্য কোথাও" অ্যালবামটি শ্রোতাদের জন্য সুই ওয়েই-এর সঙ্গীতের ইশতেহার। তার মাধ্যমে তিনি প্রকাশ করতে চেয়েছেন যে, যদিও বর্তমান যুগে প্রযুক্তি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, তারপরও আবেগ মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। কারণ, আমাদের জীবন সমৃদ্ধ হলেও, মনের অভাব তুলনামূলকভাবে বেড়েছে। বস্তুর ওপর মানুষের মনোযোগ বেশি হলে, হৃদয়ের দিকে মনোযোগ কমে যায়।

"অন্য কোথাও"-এর প্রথম দশটি গানের সবগুলোই করুণভাবে শেষ হয়। বিশেষ করে, এ ক্ষেত্রে "আমার শরত্কাল" ও "চিরকাল" শীর্ষক গানদুটির কথা উল্লেখ করা যায়।

‘চিরকাল" হলো সুই ওয়েই-এর সকল কাজের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ট্র্যাক (৬ মিনিট)। তাঁর দীর্ঘতম গান হলো "দুই দিন" (৭ মিনিট ২৪ সেকেন্ড)।  

(ইয়াং/আলিম)