প্রেসিডেন্ট সি’র আসন্ন রাশিয়া সফর বিশ্ব শান্তিতে অবদান রাখবে: বেইজিং
2023-03-17 17:21:38

মার্চ ১৭: চীনের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বলেন, সফরে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট পুতিন দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন এবং দু’দেশের কৌশলগত ও বাস্তব সহযোগিতা জোরদার করে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন চালিকা শক্তি যোগাবেন।

 

ওয়াং  ওয়েন বিন বলেন, দু’পক্ষ পরস্পরকে সম্মান, উভয়ের কল্যাণের নীতি অনুযায়ী, ‘এক অঞ্চল এক পথ প্রস্তাব’ ও ‘ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের সংযুক্তি এগিয়ে নেবে এবং শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করবে। নানা পর্যায়ে দ্বিপক্ষীয় বিনিময় জোরদার করবে এবং চীন-রাশিয়া সহযোগিতার স্থিতিশীল ও সুদীর্ঘ উন্নয়ন এগিয়ে নেবে।

 

তিনি বলেন, বর্তমানে শতবছরে অদেখা পরিবর্তন দ্রুত ঘটছে এবং বিশ্ব নতুন অস্থিতিশীল ও সংস্কারের সময়ে প্রবেশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুটি সদস্য দেশ হিসেবে চীন ও রাশিয়ার সম্পর্কের তাৎপর্য ও প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের আওতা ছাড়িয়েছে।

 

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি’র আসন্ন সফর চীন-রাশিয়ার পারস্পরিক আস্থা, সমঝোতা গভীরতর করবে। তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এমন বহুপক্ষবাদ বাস্তবায়ন করবে দু’পক্ষ। বৈশ্বিক শাসনকে পূর্ণাঙ্গ করে গড়ে তোলবে এবং বিশ্বের উন্নয়নে অবদান রাখবে উভয় পক্ষ।

 

ইউক্রেন ইস্যুতে ওয়াং ওয়েন বিন বলেন, চীন সব সময় শান্তি ও সংলাপের পক্ষে আছে।  চীন ন্যায্য ও বাস্তব অবস্থান নিয়ে উভয় পক্ষকে শান্তি আলোচনায় বসাতে গঠনমূলক ভূমিকা পালন করবে।

 

তিনি জোর দিয়ে বলেন, চীন ও রাশিয়ার সহযোগিতা দু’দেশ ও বিশ্ব উন্নয়নের জন্য সহায়ক এবং তৃতীয় কোন পক্ষ তাতে হস্তক্ষেপ করতে এবং এর বিরুদ্ধে হুমকি হতে পারবে না। (শিশির/এনাম/রুবি)