গ্রামের সিইও ওয়াং ইয়ু হাও
2023-03-17 19:04:03

গত কয়েক দিন ধরে একজন সিইও’র খবর চীনের থিয়েন চিন শহরের নি হ্য অঞ্চলের একটি ছোট্ট গ্রামে ঘুরপাক খাচ্ছে। গ্রামের কি কোন সিইও লাগে? তারা গ্রামে কী পরিবর্তন আনবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন অনেক গ্রামবাসী।গত শতাব্দীর ৯০-এর দশকে জন্মগ্রহণ করা ওয়াং ইয়ু হাও গ্রামীণ সিইও’র অন্যতম একজন। আজকের অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে কথা বলব।

 

নিং হ্য অঞ্চলে বড় হয়েছেন ওয়াং ই হাও। তিনি প্রকৃত অর্থে গ্রামের সন্তান। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভ করার পর তিনি চে চিয়াং প্রদেশে ক্যারিয়ার উন্নয়ন করতে যান। গত বছর চীনজুড়ে দক্ষ, কৃষি সম্পর্কে ভালো জানেন এবং গ্রামকে ভালোবাসেন এমন কৃষি ব্যবস্থাপক নিয়োগ করা হয়েছে। ফলে তিনি নিয়োগ পেতে চেষ্টা করার সিদ্ধান্ত নেন। এ নতুন চাকরি পেতে ওয়াং ইয়ু হাও নিং হ্য অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। বেশ কয়েক দফা প্রতিযোগিতার পর তাকে নিং হ্য অঞ্চলের মু থৌ ওয়ো গ্রামের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে নিং হ্য অঞ্চলের সংগঠন বিভাগের নিয়োগপত্র পান ওয়াং ইয়ু হাও। দশ বছর পর আবারও গ্রামে ফিরে এসে তিনি খুব উত্সাহিত হয়েছেন। প্রতিদিন ভোর বেলা তিনি গ্রামের কমিটির কার্যালয়ে দিনের কার্যক্রম সংক্ষেপে নোট করে বাইরে বের হন। গ্রামটি জানা তার পদস্থ হওয়ার প্রথম কাজ। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মতো শিখার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াং ইয়ু হাও।

তিনি বলেন, ‘গত কয়েক বছরের উন্নয়নে মু থো ওয়ো গ্রাম উন্নয়নের পথ অনুসন্ধান করেছে এবং কৃষি ও সংস্কৃতি বৈশিষ্ট্যসম্পন্ন টাউনে পরিণত করার প্রথম ধাপে রয়েছে। বসন্ত এসে গেছে। মু থো ওয়ো গ্রামে পিচ ফুল ফুটতে যাচ্ছে। আমরা ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছি, যাতে গ্রামটি আরও খ্যাতি লাভ করতে পারে।’

 

তা ছাড়া, ওয়াং ইয়ু হাও একটি অ্যাপস উন্নয়ন করছে। তার মাধ্যমে পর্যটকরা সহজেই মু থো ওয়ো গ্রাম ভ্রমণের জন্য বুকিং দিতে পারেন। এ গ্রামের কমিটির পরিচালক চাং হোং লিয়াং হাসিমুখে বলেন,  ‘হাও ইয়ু’র মাথায় বহু নতুন প্রস্তাব আছে, যা গ্রামটির উন্নয়নের জন্য প্রাণশক্তি যোগিয়েছে।’

 

ওয়াং ইয়ু হাও’র উত্সাহে গ্রামবাসীরা পর্যটনের মাধ্যমে উন্নয়ন সাধন করতে খুব তৎপর। গ্রামবাসী কান ছুন কুও তার খালি থাকা বাড়িঘর হোমস্টে হোটেলে পরিণত করছেন। বাষট্টি বছর বয়সী আন ওয়েন কুই পার্টটাইম জব সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তিনি জমিতে চাষ না করলেও সুস্থ শরীর নিয়ে কিছু উপার্জন করতে চান।

 

ওয়াং ইয়ু হাও’র আরেকটি বড় লক্ষ্য রয়েছে। তিনি আশা করেন যে পর্যটন উন্নয়নের মাধ্যমে গ্রামের অন্যান্য শিল্পের উন্নয়ন সাধিত হবে এবং আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, যাতে আরও বেশি তরুণ গ্রামে ফিরে আসবে এবং গ্রামের পুনরুজ্জীবন বাস্তবায়িত হবে। 

রুবি/এনাম