‘সেমিকন্ডাক্টর প্রযুক্তির রফতানি সীমিত করার নেদারল্যান্ডসের সিদ্ধান্ত আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন’
2023-03-17 11:20:10

মার্চ ১৭: সেমিকন্ডাক্টর প্রযুক্তির রফতানি সীমিত রাখার যে-সিদ্ধান্ত সম্প্রতি নেদারল্যান্ডসের সরকার নিয়েছে, তা আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। চীন আশা করে, নেদারল্যান্ডস আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ম মেনে চলবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু ইয়ু থিং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা ও সংশ্লিষ্ট সমস্যা নিয়ে যোগাযোগ বজায় আছে। কিন্তু কোনো একটি বিশেষ দেশ, নিজের আধিপত্য বজায় রাখার জন্য, মিত্রদেরকে তাদের স্বার্থবিরোধী নীতি গ্রহণে বাধ্য করছে। এর মধ্যে চীনের বিরুদ্ধে সংরক্ষণবাদী আচরণ একটি। এতে বৈশ্বিক শিল্প-চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক অর্থনীতির পুনরুদ্ধারের গতি হচ্ছে বাধাগ্রস্ত।

উল্লেখ্য, সম্প্রতি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী শেইনার মাহ দেশের সংসদকে পাঠানো একটি চিঠিতে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সেমিকন্ডাক্টর প্রযুক্তি রফতানি সীমিত করা হবে। 

(তুহিনা/আলিম/রুবি)