ব্রাজিলের প্রেসিডেন্টের বেইজিং সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ভবিষ্যৎ সৃষ্টি করবে: চীন
2023-03-17 18:43:35


মার্চ ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র আমন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চীন সফর করবেন।

 

তাঁর এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ভবিষ্যৎ সৃষ্টি হবে এবং চীন-ব্রাজিল সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে। পাশাপাশি, আঞ্চলিক ও বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নতুন অবদান রাখবে তাঁর এ সফর।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এসব কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, চীন ও ব্রাজিল উভয়ই উন্নয়নশীল বড় দেশ এবং গুরুত্বপূর্ণ উদীয়মান বাজার। দু’দেশ পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও ব্রাজিল সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে। বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা উন্নয়নশীল দেশসমূহের জন্য সংহতি, সহযোগিতা ও হাতে হাত রেখে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

(রুবি/এনাম/শিশির)