তিব্বতের লাসার কৃষক ও পশুপালকদের বসন্তকালীন চাষের সূচনা-অনুষ্ঠান
2023-03-17 14:45:27

মার্চ ১৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের তিব্বতের রাজধানী লাসার ‘তা চি’ এলাকায় বসন্তকালীন চাষের সূচনা-অনুষ্ঠান আয়োজিত হয়। এ দিন বসন্তকালীন তুষারও পড়েছে। এতদঞ্চলে একটি কথা প্রচলিত আছে: বসন্তকালীন তুষার মানে ফলন ভালো হবে।

 ‘থাং কা’ গ্রাম লাসা নদীর মধ্য-অববাহিকার উত্তর তীরে অবস্থিত। লাসা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এর অবস্থান। গ্রামের চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) সম্পাদক ছিয়াংপাইইসি বলেন, এই গ্রামকে স্থানীয় অঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে ৪৮০ হেক্টর জমি এবং ৪২০টিরও বেশি কৃষি পরিবার রয়েছে। এবারের বসন্তকালীন চাষের সূচনা-অনুষ্ঠানের জন্য তাঁরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)