যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়ার কথিত ‘ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব’ বিশ্বের জন্য নেতিবাচক: চীন
2023-03-17 17:24:26

মার্চ ১৭: আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মধ্যে তথাকথিত ‘ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব’ প্রতিষ্ঠা করা এবং পারমাণবিক সাবমেরিনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক প্রযুক্তিগত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তায় গুরুতর আঘাত বয়ে আনবে।

 

চীনা মুখপাত্র আরও বলেন, তাদের মধ্যে প্রতিষ্ঠিত ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব আন্তর্জাতিক এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা, আসিয়ান-কেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা কাঠামো এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে আঘাত হানবে।

 

উল্লেখিত তিনটি দেশকে আন্তর্জাতিক সম্প্রদায় ও এই অঞ্চলের দেশগুলোর কণ্ঠ শোনা এবং দলগত রাজনীতি এবং বৈরিতা বন্ধ করা উচিৎ বলে উল্লেখ করেন চীনা মুখপাত্র ।

লিলি/এনাম/রুবি