‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ আন্তর্জাতিক সমাজের জন্য চীনের আরেকটি উপহার: চীনা মুখপাত্র
2023-03-17 10:33:01

মার্চ ১৭: ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ হলো ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’ ও ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ’-এর পর, আন্তর্জাতিক সমাজের জন্য চীনের আরেকটি নতুন উপহার, যা মানবজাতির আধুনিকীকরণ প্রক্রিয়া ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করবে। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

সম্প্রতি সিপিসি ও বিশ্বের বিভিন্ন রাজনৈতিক পার্টির মধ্যে উচ্চ পর্যায়ের সংলাপে, চীনা প্রেসিডেন্টের উত্থঅপিত ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ সম্পর্কে মুখপাত্র ওয়াং আরও বলেন, উদ্যোগটি আন্তর্জাতিক সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিদেশি বিশেজ্ঞরা মনে করেন, এ উদ্যোগ বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ত্বরান্বিত করবে।

মুখপাত্র বলেন, চীন সবসময় বিশ্বের শান্তি, উন্নয়ন, আন্তর্জাতিক শৃঙ্খলা, এবং মানবজাতির সভ্যতার অগ্রগতির পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। চলমান চীনা আধুনিকায়ন প্রক্রিয়াও বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করবে। (প্রেমা/আলিম/ছাই)