ফেডারেল রিজার্ভের নীতির কারণে ব্যাংকিং খাতে সংকট ছড়িয়ে পড়েছে: সাবেক মার্কিন কর্মকর্তা
2023-03-17 14:48:42

মার্চ ১৭: মার্কিন ফেডারেল রিজার্ভের সুদনীতির কারণে ব্যাংকিং সংকট দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এ সংকট ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। গত বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা পল ক্রেগ রবার্টস আরটি-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বহু বছর ধরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার নিম্ন পর্যায়ে বজায় রাখে। তাই, ব্যাংকের ব্যালেন্স শীট থেকে আর্থিক সম্পত্তির সুদও কম ছিল। এখন সুদের হার বাড়ানোর ফলে ব্যাংকের শেয়ারের মূল্য হ্রাস পাবে, তবে ঋণের পরিমাণ কমবে না। মার্কিন আর্থিক ব্যবস্থার কারণে এমন ঝুঁকি সৃষ্টি হয়েছে।

মার্কিন ফেডারেল রিজার্ভের উচ্চ সুদের হার বিভিন্ন ব্যাংককে দেউলিয়া করেছে। রবার্টস সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন ফেডারেল রিজার্ভ অব্যাহতভাবে সুদের হার বাড়িয়ে গেলে আরও ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। (সুবর্ণা/আলিম/রুবি)