ড. তরিকুল ইসলামের সাক্ষাত্কার
2023-03-17 15:36:46

আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ড. তরিকুল ইসলাম। বর্তমানে তিনি  পিকিং বিশ্ববিদ্যালয়ে পোষ্ট-ডক্টরাল গবেষণা করছেন। সেই সাথে তিনি বাংলাদেশের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি গত দশ বছর ধরে উক্ত বিভাগে শিক্ষকতা ও গবেষণা করে আসছেন।

২০১৬ সালে তিনি ওশান ইউনিভার্সিটি অব চায়নাতে পরিবেশ প্রকৌশল-এর ওপর পিএইচডি কোর্সে ভর্তি হন এবং ২০১৯ সালে উক্ত বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর পিএইচডি-র বিষয়বস্তু ছিল গাছের পাতা ও ধানের খোসা থেকে ন্যানো-পার্টিকেলস ও বায়োচার তৈরি করে তা পানি থেকে কাপড়ে ব্যবহার করা রংয়ের দূষণ রোধ করার জন্য ব্যবহার করা। তিনি পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন গবেষণায় নিয়োজিত আছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে