চীন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
2023-03-17 15:32:13

মার্চ ১৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ফোনালাপ করেছেন।

 

ছিন কাং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩১ বছরে সম্পর্ক উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে চীন ও ইউক্রেন। দেশ দুটোর দ্বিপাক্ষিক সম্পর্কে বাস্তব সহযোগিতার ভিত্তি এবং সুপ্ত শক্তি রয়েছে। চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বাস্তবায়ন দ্বিপক্ষীয়  সহযোগিতার জন্য সুযোগ সৃষ্টি করবে।

 

কুলেবা বলেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার এবং আন্তর্জাতিক ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি বড় দেশ হলো চীন । চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের সমঝোতাকে স্বাগত জানায় ইউক্রেন।

 

ইউক্রেন সংকটের পরিস্থিতি ও শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, মানবিক সহায়তা দেয়ার জন্য চীনের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন। রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে সংকট সমাধানে চীনের আন্তরিকতা রয়েছে। তাই চীনের সঙ্গে যোগাযোগ বাজায় রাখতে চায় ইউক্রেন।

 

ছিন কাং বলেন, আশা করা যায়, সংশ্লিষ্ট সব পক্ষ সংযম ও শান্তি বজায় রেখে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা পুনরায় শুরু করবে। যতই কষ্টকর ও কঠিন হোক না কেন, ইউক্রেন ও রাশিয়া সংলাপের পথে হাঁটবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। (শিশির/এনাম/রুবি)