গেল বছর রাশিয়ার বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৮.১ শতাংশ
2023-03-17 14:49:27

মার্চ ১৭: গেল বছর তথা ২০২২ সালে রাশিয়ার বৈদেশিক বাণিজ্য ৮.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলারে। গতকাল (বৃহস্পতিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিল্পপতি পরিষদের বার্ষিক অধিবেশনে এ তথ্য জানান।

তিনি জানান, ২০২২ সালে রাশিয়ার রফতানি বেড়েছে ১৯.৯ শতাংশ এবং আমদানি কমেছে ১১.৭ শতাংশ। সে বছর বাণিজ্যে রাশিয়ার উদ্বৃত্ত ছিল ৩২২ বিলিয়ন মার্কিন ডলার।

পুতিন বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রাশিয়ার অর্থনীতিতে ভালো প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।  পাশ্চাত্য দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে গত বছরের জুন মাস থেকে দেশের অর্থনীতি দ্রুত হ্রাস পায়, কিন্তু জুলাই থেকেই আবার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে বলে উল্লেখ করেন পুতিন।

তিনি আরও বলেন, রাশিয়ার মুদ্রাস্ফীতি পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিল মাসের শুরুতে মুদ্রাস্ফীতি ৪ শতাংশে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। (সুবর্ণা/আলিম/রুবি)