এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূ-রাজনৈতিক খেলার মাঠ নয়: চীন
2023-03-17 18:40:23

মার্চ ১৭: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূ-রাজনৈতিক খেলার মাঠ নয়। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা আঞ্চলিক দেশগুলোর সমঝোতা ও আস্থা বাড়ানোর জন্য অনুকূল হতে হবে এবং তা তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে হবে না এবং তার স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করবে না।

 

আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াং ওয়েন বিন বলেন, কোনো কোনো দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা ও উন্মুক্তকরণের কথা প্রচার করে, তবে তারা বাস্তবে ছোট্ট উপদল তৈরি করে বৈরিতার সার্কেল তৈরি করছে। চীন তাদের এসব পরিকল্পনা জানতে আগ্রহী নয়, বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির ইচ্ছামতো পারমাণবিক দূষিত পানি নির্গমনের পরিকল্পনার ওপর নজর রাখছে বেইজিং।

 

(রুবি/এনাম/শিশির)