নিরাপত্তা পরিষদে দক্ষিণ সুদান নিয়ে যুক্তরাষ্ট্রের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন চীন
2023-03-16 15:49:08

মার্চ ১৬: জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স গতকাল (বুধবার) দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের ম্যান্ডেট বাড়ানোর বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটাভোটির পর বক্তৃতা দিয়েছেন। তখন তিনি খসড়া প্রস্তাবের লেখক হিসেবে যুক্তরাষ্ট্রের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

 

তিনি বলেন, দুঃখের বিষয় হলো যে নিরাপত্তা পরিষদের ভোটে গৃহীত খসড়া প্রস্তাবের কিছু বিষয়বস্তু দক্ষিণ সুদানের ওপর একতরফাভাবে চাপ সৃষ্টি করে এবং সেদেশে জাতিসংঘ মিশনের অনুমোদন বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি বিবেচনা করেনি, বরং কোনো কোনো দেশের রাজনৈতিক স্বার্থের সাথে মিশ্রিত হয়েছে। তাই চীনকে ভোটদানে বিরত থাকতে হয়েছে।

 

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ দক্ষিণ সুদানের উন্নয়নের পর্যায় এবং জাতীয় শাসন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে যে অসুবিধা ও চ্যালেঞ্জগুলো রয়েছে - তার একটি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং দক্ষিণ সুদানকে প্রয়োজনীয় ধৈর্য ও উৎসাহ দেওয়া। তিনি আরও বলেন, এই খসড়া প্রস্তাব কঠোর এবং ভারসাম্যহীন। নির্বাচন, অর্থ ও সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো হলো যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়। খসড়া প্রস্তাব দক্ষিণ সুদানের সম্মতি ছাড়াই এসব বিষয়ে দাবি উত্থাপন এবং শর্ত নির্ধারণ করেছে, যা স্পষ্টতই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত সীমা অতিক্রম করেছে।

 

লিলি/এনাম/রুবি