বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারে মূল-ভূখণ্ডের সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষর করেছে হংকং
2023-03-16 15:47:15

মার্চ ১৬: চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারে একটি যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষর করেছে। বেইজিংয়ে এ কর্মপরিকল্পনাটি স্বাক্ষরিত হয়েছে।

 

জানা গেছে, এ কর্মপরিকল্পনা দুটি স্থানের মধ্যে ভবিষ্যতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতার জন্য নীতি নির্দেশিকা হিসেবে কাজ করবে। এটি প্রধানত যৌথভাবে বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতাকে আরও গভীর করা, উদ্ভাবনী সম্পদের ভাগাভাগির উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের রূপান্তরকে সহায়তা করা, কর্মীদের বিনিময় বেগবান করা এবং হংকংয়ের বিশ্বায়নের সুবিধাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক উদ্ভাবন এবং প্রযুক্তি কেন্দ্র হিসেবে হংকংকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে।

 

স্বাক্ষর অনুষ্ঠানের আগে উভয় পক্ষ হংকংকে জাতীয় উদ্ভাবন এবং উন্নয়নের সামগ্রিক পরিস্থিতির সাথে আরও ভালভাবে একীভূত করতে এবং একটি আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি কেন্দ্র নির্মাণকে ত্বরান্বিত করাসহ নানা বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে।

 

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং চি কাং বলেন, নতুন ঐতিহাসিক সুযোগে স্বাক্ষরিত কর্মপরিকল্পনাটি নিঃসন্দেহে নতুন পর্যায়ে মূল-ভূভাগ এবং হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী সহযোগিতাকে এগিয়ে নেবে এবং বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী উন্নয়নে আরও বেশি অদান রাখবে।

 

লিলি/এনাম/রুবি