এবার অফলাইনে অনুষ্ঠিত হবে ক্যান্টন ফ্যায়ার
2023-03-16 19:08:45

 

মার্চ ১৬: চলতি বছরের বসন্ত থেকে ক্যান্টন ফ্যায়ার পুনরায় সরাসরি অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং একথা বলেন।

 

সু ইয়ু থিং বলেন, ১৩৩তম ক্যান্টন ফ্যায়ার আগামী ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন ধাপে কুয়াং চৌ’তে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চালু থাকবে নিয়মিত অনলাইন প্ল্যাটফর্ম, যা প্রদর্শক ও গ্রাহকদের সার্বক্ষণিক অনলাইন সেবা প্রদান করবে।

 

তিনি বলেন, ১৩৩তম ক্যান্টন ফ্যায়ার প্রথমবারের মতো নতুন অঞ্চলে অনুষ্ঠিত হবে। এবার প্রদর্শনীর আয়তন আগের ১১.৮ লাখ বর্গমিটার থেকে বেড়ে ১.৫ লাখ বর্গমিটারে ছাড়িয়ে যাবে। এটি ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবে। মেলায় থাকবে ৫৪টি পেশাগত প্রদর্শনী প্যাভিলিয়ন। অফলাইনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে।

 

সু ইয়ু থিং আরও বলেন, এবারের মেলায় দেশি-বিদেশি ক্রেতাদের আকর্ষণ করতে প্রচার জোরদার করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় চু চিয়াং আন্তর্জাতিক বাণিজ্যিক ফোরামসহ নানা পরিপূরক অনুষ্ঠানও আয়োজিত হবে।

 

(রুবি/এনাম/শিশির)