চীনে ব্যক্তিগত তথ্যের আইনি সুরক্ষা জোরদার হয়েছে:শ্বেতপত্র
2023-03-16 15:47:02

মার্চ ১৬: আজ (বৃহস্পতিবার) প্রকাশিত নতুন যুগে চীনের ইন্টারনেট  আইনানুগ শাসন নামের শ্বেতপত্রে বলা হয়, ২০১৯ সাল থেকে চীন মোট ৩২ লাখ ২০ হাজার ইন্টারনেট অ্যাপ্লিকেশনের সনাক্তকরণ শেষ এবং ৩০০০টি অবৈধ অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছে।

 

তাতে বলা হয়, বিশেষ অভিযানের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের চেতনা জোরদার করা হয়। এবং সমাজে ব্যক্তিগত তথ্যকে সম্মান ও রক্ষা করার পরিস্থিতি গড়ে তোলা হয়।

 

শ্বেতপত্রে বলা হয়, ডিজিটাল অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যের অবৈধ সংগ্রহ, বিক্রয়, ব্যবহার ও ফাঁসের  অপরাধও দিন দিন বাড়ছে। তা মানুষের স্বার্থ ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং সমাজ ও অর্থনীতির স্বাভাবিক শৃঙ্খলাকে নষ্ট করে।

 

তাতে আরও বলা হয়, ব্যক্তিগত তথ্যের সংরক্ষণ সাধারণ মানুষের বৈধ স্বার্থ এবং জননিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতির উন্নয়নের সঙ্গে জড়িত। চীন নতুন তত্ত্বাবধান ভাবনা ও পদ্ধতি দিয়ে এসব অপরাধের দমন জোদার করেছে।

(শিশির/এনাম/রুবি)