সি চিন পিং ও চিয়াং সু প্রদেশের গল্প
2023-03-16 10:43:18

গত ৫ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পি চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চিয়াং সু প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নিয়েছেন। তার এক মাস আগে ওই প্রদেশের চতুর্থ কংগ্রেসের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রতিনিধি হিসেবে চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হন সি চিন পি।

 

সিপিসির অষ্টাদশ কংগ্রেসের পর প্রেসিডেন্ট সি চিন পিং বহু বার চিয়াং সু প্রদেশ পরিদর্শন করেন এবং আন্তরিকভাবে সেখানকার জনগণের সঙ্গে কথা বলেন। চিয়াং সু প্রদেশে তার অনেক মনোমুগ্ধকর গল্প রয়েছে।

 

অতীত থেকেই চিয়াং সু প্রদেশের প্রাচীর টাউন ও জলজ দৃশ্য অনেকের দৃষ্টি আকর্ষণ করে আসছে। ২০১৩ সালে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসে প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং সু প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনা সভায় থাং রাজবংশের কবি পাই চু ই’র ‘ইয়াং ই নদীর দক্ষিণ পাড় স্মরণ” শীর্ষক বিখ্যাত কবিতার কয়েক লাইন আবৃত্তি করেছেন। এসময় চিয়াং সু প্রদেশের সুন্দর দৃশ্যের প্রশংসা করেন তিনি।

 

কবিতার সুন্দর আবৃতিতে ইয়াং জি নদীর দক্ষিণাঞ্চলের সুন্দর দৃশ্য দেখতে উত্সাহিত করা হয়েছে। তাতে সুষ্ঠু পরিবেশের বিরলতা প্রতিফলিত হয়েছে। সি চিন পিং বলেছেন, দৃঢ়ভাবে প্রাকৃতিক সভ্যতা নির্মাণ করতে হবে এবং নীল আকাশ ও পরিষ্কার পানি প্রকল্পকে এগিয়ে নিতে হবে, যাতে প্রাকৃতিক পরিবেশ আরও সুন্দর হতে পারে এবং সুন্দর চীন গঠন সম্ভব হয়।

 

সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর প্রেসিডেন্ট সি চিন পিং ‘বাঘ’ ও মাঝিকে একসাথে দমনের অভূতপূর্ব দুর্নীতি দমনের সংগ্রাম চালিয়েছেন। ২০১৪ সালে মোট ৮৩ জন মধ্য ব্যবস্থাপনা ক্যাডারকে তদন্তের আওতায় আনা হয়েছে। সি চিন পিং’র বিশৃঙ্খলা মোকাবিলার দৃঢ় প্রতিজ্ঞা জনগণের প্রশংসা কুড়িয়েছে।

 

২০১৪ সালের ডিসেম্বর মাসে চিয়াং সু প্রদেশ পরিদর্শনের সময় সিপিসি’র একজন প্রবীণ সদস্য ছুই রুং হাই প্রেসিডেন্ট সি চিন পিংকে বলেছেন, “আপনি দুর্নীতিবাজদের নেমেসিস এবং সারা দেশের মানুষের ভাগ্যবান তারকা।” সি চিন পিং বলেন, “আমি কখনোই জনগণের আশাকে নিরাশায় পরিণত হতে দেবনা।”

 

মানুষের জীবনযাত্রার ওপর বরাবরই মনোযোগ দেন সি চিন পিং। ২০১৪ সালের ডিসেম্বর মাসে চিয়াং সু প্রদেশ পরিদর্শনের সময় সি চিন পিং গ্রামবাসী হোং চিয়াং ইয়ো’র বাড়ীতে বসে তাদের সঙ্গে উত্পাদন, জীবন-যাত্রা এবং চাহিদাসহ নানা বিষয়ে কথা বলেন। চুলায় আলু ও মাংস রান্না দেখে সি চিন পিং এর প্রশংসা করেন। আঙ্গিনায় চাষ করা মূলা, বাঁধাকপি, পালং শাক দেখে সি চিন পিং চীনা তাদেরকে বাহবা দেন।

 

জনগণের দুশ্চিন্তায় চিন্তা করেন এবং জনগণের আনন্দে আনন্দ পান সি চিন পিং। তিনি বলেছেন, “চীনের কমিউনিস্ট পার্টি একটি গণপার্টি, যা জনগণ ও মানুষের জন্য কাজ করে। মানুষের জীবন ভালো ও সমৃদ্ধ হলে, টাকার অভাব না থাকলে, সন্তানদের ভালো শিক্ষাদান করতে পারলে এবং বৃদ্ধদের চিকিৎসা নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হবে।’’

 

প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং সু প্রদেশের স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি স্যু চৌ শহরের মা চুয়াং গ্রামের অধিবাসী ওয়াং সিউ ইং’র স্যাচেট স্টুডিও পরিদর্শন করেন। আশি বছর বয়সী ওয়াং সিউ ইং প্রেসিডেন্ট সি’কে জানান, তার তৈরি চীনা মেডিসিনসহ স্যাচেট খুবই জনপ্রিয়। প্রতি বছর ২ লাখেরও বেশি ইউয়ান তিনি উপার্জন করেন। প্রেসিডেন্ট সি চিন পিং তার কাজের খুব প্রশংসা করেন। তিনি স্থানীয়দের বলেন, বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প ও অর্থনীতি কৃষি ও গ্রামের আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই স্থান থেকে স্থানে এ কাজ ভালোভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।