মধ্যপ্রাচ্যের বিতর্কিত ইস্যু সমাধানে চীন আন্তরিক মধ্যস্থতাকারী: মুখপাত্র
2023-03-16 14:33:21

মার্চ ১৬: মধ্যপ্রাচ্যে অনেক বিতর্কিত ইস্যু রয়েছে। এসব ইস্যু সমাধানে চীন আন্তরিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। চীন এতদঞ্চলের বন্ধু এবং এখানে নিজের স্বার্থে কোনো ধরনের জোট গড়ে তোলার ইচ্ছা বেইজিংয়ের নেই। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে চীন বরাবরের মতো ভবিষ্যতেও বড় দেশের দায়িত্ব পালন করবে, ন্যায়ের পক্ষে থাকবে, এবং সংশ্লিষ্ট দেশগুলোকে সংলাপের মাধ্যমে বিরোধ মোকাবিলায় উত্সাহিত করবে।

উল্লেখ্য, সম্প্রতি চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে সংলাপ হয় এবং এই দেশদুটি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে। পাশাপাশি, চীন সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চাই চুনের প্রয়াসে ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে। (সুবর্ণা/আলিম/রুবি)