হর্ন অব আফ্রিকার উন্নয়নে সাহায্য করতে চায় চীন
2023-03-16 18:52:03

মার্চ ১৬: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে হর্ন অব আফ্রিকার সঙ্গে বিভিন্ন দেশের সহযোগিতার বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেছেন।

 

তিনি বলেন, বর্তমানে ইথিওপিয়া শান্তি পুনরুদ্ধার এবং উন্নয়নে মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আমরা মনে করি, সব দেশের উচিত ইথিওপিয়ার উন্নয়ন এবং আঞ্চলিক শান্তির জন্য সহায়ক আরও বাস্তব ভূমিকা রাখা। নিষেধাজ্ঞার বড় লাঠি নাড়িয়ে বা নানান অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ করা উচিৎ নয়।

 

চীনা মুখপাত্র আরও বলেন, হর্ন অব আফ্রিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূতের এবারের সফরের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হল চীনের পক্ষ থেকে ‘হর্ন অব আফ্রিকায় শান্তিপূর্ণ উন্নয়নের ধারণা’ বাস্তবায়ন করতে এই অঞ্চলের দেশগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা।

 

তিনি বলেন, হর্ন অব আফ্রিকাকে শান্তিপূর্ণ, সহযোগিতামূলক এবং সাধারণ উন্নয়নের সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ইচ্ছুক চীন।

 

লিলি/এনাম/রুবি