নতুন যুগে চীনের ইন্টারনেট আইনানুগ শাসন নিয়ে শ্বেতপত্র প্রকাশিত
2023-03-16 15:26:00

মার্চ ১৬: আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ নতুন যুগে চীনের ইন্টারনেট আইনানুগ শাসন নামে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। তাতে চীনের ইন্টারনেট আইনানুগ শাসনের অবস্থা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

 

শ্বেতপত্রটিতে ভূমিকা এবং উপসংহার ছাড়াও রয়েছে আরও ৬টি অংশ।

 

শ্বেতপত্রে বলা হয়, নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক চিন্তাধারার নেতৃত্বে আইন অনুযায়ী ইন্টারনেট পরিচালনা করে চীন। এবং সম্পূর্ণ ইন্টারনেট আইন অবকাঠামো, আইন বাস্তবায়ন ও তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করছে বেইজিং। চীনের ইন্টারনেট আইনানুগ শাসন একদিকে চীনের ইন্টারনেট শাসনের দক্ষতা জোরদার করেছে, অন্যদিকে বিশ্বের ইন্টারনেট শাসনের জন্য চীনের মেধা ও পরিকল্পনা প্রদান করেছে।

 

শ্বেতপত্রে বলা হয়, সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণের নতুন যাত্রায় চীন সব সময় আইন অনুযায়ী দেশ ও ইন্টারেনট পরিচালনার ধারণায়  অবিচল থাকবে। ইন্টারনেটের সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল এগিয়ে নেবে। আইন ও শাসনের উপর নির্ভর করে চীনের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত এবং ইন্টারনেটের শক্তিশালী দেশ নির্মাণে দৃঢ় আইনগত নিশ্চয়তা প্রদান করবে।

 

ডিজিটাইজিং-এর ফলে সৃষ্ট সুযোগ ও চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথ আলোচনা ও ভাগাভাগি করতে, বিশ্বের ইন্টারনেট  আইনানুগ শাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইচ্ছুক চীন। পাশাপাশি, ডিজিটাল সভ্যতার উন্নয়ন থেকে নানা দেশের মানুষ উপকৃত হওয়া নিশ্চিত করবে বেইজিং। (শিশির/এনাম/রুবি)