জাপানকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের তাগিদ দিল চীন
2023-03-16 17:35:19

মার্চ ১৬: দক্ষিণ কোরিয়ার  প্রেসিডেন্ট ইউন সুক ইওল  আজ  (বৃহস্পতিবার)  জাপানে এক বিশেষ সফরে গিয়েছেন। এর মাধ্যমে প্রায় ১২ বছর পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান জাপানে গেলেন।  আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন ইউন।

এ প্রসঙ্গে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র   ওয়াং ওয়েন বিন বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দেশ হিসেবে চীন লক্ষ্য করেছে যে সম্প্রতি দেশ দুটির সম্পর্কে পরিবর্তন দেখা যাচ্ছে। জাপানি সামরিকবাদের বিদেশী আগ্রাসন এবং ঔপনিবেশিক শাসন চীন ও দক্ষিণ কোরিয়াসহ এশীয় নানা দেশে মারাত্মক বিপর্যয় ডেকে এনেছিল। তা কখনও ভুলে যেতে পারে না এসব দেশ।

 

তিনি বলেন, “আমরা সব সময় জাপানকে নিজের ঔপনিবেশিক আচরণ বিবেচনা করে আন্তরিক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে ঐতিহাসিক সমস্যাকে যথার্থভাবে মোকাবিলা করার তাগিদ দিই। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক অংশীদার। আঞ্চলিক ও বিশ্ব সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা তিন পক্ষ ও এই অঞ্চলের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

 

তিনি আরও বলেন, কোন কোন দেশ অন্যদের বাদ দিয়ে ছোট গ্রুপ তৈরি করে চীনের বিরোধিতা করে। আশা করা যায়, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক হতে পারবে।

শিশির/এনাম/রুবি